লাভের আশায় সরিষা চাষে ঝুঁকছেন শার্শার কৃষকরা
যশোরের শার্শা উপজেলায় এ বছর বিভিন্ন জাতের সরিষা চাষ শুরু হয়েছে। অল্প সময় ও স্বল্প খরচে সরিষা চাষ করা যায় বলে এই অঞ্চলের কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষের দিকে ঝুঁকেছেন।
শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় মাঠ জুড়ে সরিষা চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ব্যাপক লাভের আশায় আছেন তারা। রবি শস্যের মধ্যে সবার আগে ঘরে ওঠে এই ফসল। এবছর দ্বিগুণ চাষ হয়েছে সরিষা।
চলতি মৌসুমে শার্শা উপজেলায় ২৫৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষকদের উচ্চ ফলনশীল সরিষা চাষে পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। এই অঞ্চলের মাঠগুলো এখন সরিষা ফুলে ভরে উঠেছে। যেদিকে তাকানো হয় সেখানে হলুদ আর হলুদ। এবছর শার্শা উপজেলায় সরিষার উৎপাদন অনেক ভালো হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। কৃষি সমৃদ্ধ উপজেলার নাম শার্শা।