রামপালে ব্রাক এজেন্ট ব্যাংক এর উদ্যোগে গ্রাহকদের আর্থিক সচেতনতা সভা
স্টাফ রিপোর্টার ॥ রামপালে ব্রাক এজেন্ট ব্যাংক ফয়লাহাট শাখার উদ্যোগে গ্রাহকদের আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ফয়লাহাট শাখা অফিসে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাক এজেন্ট ব্যাকিং এর খুলনা বিভাগীয় আর এম নূর হোসেন রনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফয়লাহাট আউটলেট এজেন্ট মোঃ ফেরদৗস মোড়ল,বাগেরহাট এজেন্ট ব্যাংকিং অফিসার এসকে নাসির উদ্দিন,ফকিরহাট এরিয়া বিডিএম মেহেদী হাসান,আনন্দ টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ শিহাব উদ্দিন রুবেল,রামপাল উপজেলা পল্লী চিকিৎসক সভাপতি এনামুল কবীর প্রমুখ।