রবিউল ইসলাম, যশোর : যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নে আওযামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত। মঙ্গলবার বিকালে চৌগাছা সদর ইউনিয়ন পরিষদ চত্তরে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। চৌগাছা ইউনিয়নের ৯টি ওযার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহন করেন ৷
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং চৌগাছা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব হাবিবুর রহমান সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম -সাধারণ সম্পাদক শামীম রেজা সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ৷