জাকির হোসেন:
টানা দিত্বীয় বারের মত বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের ছেলে গোলাম মোহাম্মদ সাদরিল। নির্বাচনে ব্যাডমিন্টন প্রতীক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন সাদরিল। রবিবার বেসরকারিভাবে রাতে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।
নির্বাচিত হয়ে সাদরিল বলেন, আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মূল্যবান ভোটে বিশাল ব্যবধানে আমাকে আপনাদের জনপ্রতিনিধি হিসাবে মনোনীত করায় আমি ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞ। আজকের এই জয় ৫নং ওয়ার্ডবাসীকে আমরা উৎসর্গ করলাম। ৫ নং ওয়ার্ডবাসীর প্রতি আমরা কৃতজ্ঞতাজ্ঞাপন করছি এবং ধন্যবাদজ্ঞাপন করছি।