স্টাফ রিপোর্টার, বাগেরহাট : বাগেরহাটে ৩দিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর আয়োজনে প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথিহিসাবে প্রশিক্ষনার্থিদের হাতে সনপত্র প্রদান করেন সরকারি পিসিকলেজের সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবুল হাসেম শিপন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ আব্দুল বাকী তালুকদার, পিআইবির প্রশিক্ষক মোঃ শাহ আলম সৈকত, প্রশিক্ষনার্থি অধ্যাপক মাহফিজুর রহমান, এস এম সামশুর রহমান, এস এম নাসির হোসেন সহ অন্যান্যরা। এ প্রশিক্ষনে ভিডিও রেকডিং, ভিডিও সম্পাদনা ও স্টোরি তৈরিসহ নীতিমালার উপর প্রশিক্ষণ দেয়া হয়। জেলার ৩৫ জন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রশিক্ষনে অংশগ্রহণ করে।