বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার ইমারত নির্মান শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করেছে পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু ৷
সোমবার (৭ফেব্রুয়ারী) রাত ৯ টায় বাঘা ইমারত নির্মান শ্রমিকদের মাঝে তিনি নগদ পঞ্চাশ হাজার টাকা ও ৫০টি কম্বল বিতরণ করেন ।
শাহিনুর রহমান পিন্টু জানান, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপির নির্দেশনায় তিনি বাঘা উপজেলা ইমারত নির্মান শ্রমিকদের এসব উপহার দিয়েছেন ৷ প্যানেল মেয়র ও যুবলীগ নেতা শাহিনুর রহমান পিন্টু বিভিন্ন সময় এলাকায় অসহায় সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতা করেন ৷