ডেস্ক রিপোর্ট:
ষষ্ঠ ধাপে ২১৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন চলছে ভোট গণনা।
২১৬ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং মাত্র দুটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। তেমন কোনও বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। তবে ইভিএমে ভোট দিতে জটিলতা দেখা দিয়েছে। কয়েকজন প্রার্থী ইভিএম জটিলতায় ভোট দিতে পারেননি। এছাড়া ভোটাররাও ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন।
ভোটারদের অভিযোগ, ইভিএমে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে। এতে দীর্ঘসময় ধরে ভোটারদের একই স্থানে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে মোট ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটার ২১ লাখ ১৪ হাজার ৭২০ ও নারী ভোটার ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭। এছাড়া ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট ভোট কেন্দ্র দুই হাজার ১৮৬টি।
নির্বাচনে সারাদেশে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ হাজার ৬০৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯, সংরক্ষিত আসনে ২ হাজার ৫৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন।
ইসি সূত্র জানায়, ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ১৪৪ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০০ প্রার্থী।