নিজস্ব প্রতিবেদক :
৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন জরুরি। বাংলাদেশের পার্লামেন্টে পাস হলেও জাতিসংঘে ভোটাভুটির দরকার। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যার উপর এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একথা বলেন। অনুষ্ঠানটি পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করে। রাষ্ট্রগুলোর মনোভাবের পরিবর্তন হচ্ছে উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, খুব শিগগিরই এটা ২৫ মার্চে পালিত হবে।
২৫ মার্চ রাতে ৭ হাজার নয়, কমপক্ষে ২৫ হাজার মানুষকে অপারেশন সার্চ লাইটের নামে হত্যা করা হয়েছিল জানিয়ে মোজাম্মেল হক বলেন, রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। একাত্তরের শরণার্থীদের মতোই এসব মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কিন্তু এত মানুষের দায়িত্ব বাংলাদেশ কীভাবে বহন করবে? যারা হত্যা করছে তাদের কি কোনোভাবেই জবাবদিহির আওতায় আনা হবে না? মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, এসব মানুষকে নিজভূমে ফেরত পাঠানোর সঙ্গে সঙ্গে নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে। হারানো সব সম্পদ ফিরিয়ে দিতে হবে।