রামপালে গাঁজা সেবনকারীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে এসিল্যান্ড
বাগেরহাট প্রতিনিধি ॥ রামপালে ভ্রাম্যমান আদালতের অভিযানে গাঁজা সেবনকারীকে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। কাঠামারী উত্তরপাড়া গ্রামর মৃত বিনোদ বিহারী রায় এর পুত্র সুব্রত রায় (৪৫) কে এ করাদন্ড প্রদান করা হয়েছে।
এসিল্যান্ড শোভন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যাক্তির দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় তার কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করি। গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ নিজ হেফাজতে রাখার কারনে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) ধারা ৪২ (১) ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এসআই শরীফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স এবং স্থানীয়রা তার সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।