সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কে আরো গতিশীল করার লক্ষে ১১৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা তরুণ দলের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় তরুণ দল।
গত ২/১০/২৫ ইংরেজি তারিখে
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম আলমগীর সাক্ষরিত দলীয় প্যাডে কমিটি অনুমোদন করা হয়।
সাতক্ষীরা জেলা তরুণ দলের সভাপতি নির্বাচিত হয়েছেন আলমগীর কবির, সাধারণ সম্পাদক আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক আবু মুসা নির্বাচিত হয়েছেন।
এব্যাপারে তরুণ দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম আলমগীরের সাথে কথা হলে তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষে সাতক্ষীরা জেলা তরুণ দলের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। আমার বিশ্বাস সাতক্ষীরা জেলা তরুণ দলের নবনির্বাচিত সকল সদস্য বৃন্দ শহীদ জিয়ার আদর্শ কে লালন করে দলকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।