মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ কাউনিয়া বটতলা এলাকায় চুলার আগুনে বসতবাড়ির রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শুক্রবার সকালে উপজেলার বালাপড়া ইউনিয়নের ওড়িশার বটতলা এলাকায় আব্দুর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় আতঙ্ক ছড়িয়েও তৎপরতার কারগণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে রান্নাঘরের আসবাবপত্র ও কিছু বিদ্যুতের সরঞ্জাম পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা মোঃ রাছেল মিয়া ” বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা চিৎকার করতে থাকি, পাশের লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। বড় ধরনের দুর্ঘটনা না হওয়ায় ধন্য মনে হচ্ছে।”
কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ছামসুল হক বলেন “প্রাথমিকভাবে মনে হচ্ছে আগুনের সূত্রপাত রান্না করার পর চুলার আগুন না নেভার কারনে পরবর্তীতে চুলার আগুন থেকে রান্নাঘরে আগুন লাগার সূত্রপাত ঘটে। সময়মতো উপস্থিতির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেই সাথে তিনি সবাইকে রান্নার সময় সতর্ক থাকার পরামর্শ দেন।