চীফ রিপোর্টার: মোঃ মৃদুল শাহারিয়ার পিয়াস : ০৩/১০/২৫ইং সাংবাদিক আসাদুল ইসলামে উপর সন্ত্রাসীদের হামলার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ০৬:০০ ঘটিকার সময় লোহারপুল জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে নাট্যমঞ্চে পুরান ঢাকার রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ প্রতিবাদ সভা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট পি.কে আব্দুল রব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিন শিপন, দৈনিক স্বাধীন কন্ঠ পত্রিকার প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর মোতালেব টিটু, এবং সভাপতিত্বে ছিলেন চাঁদনী মিডিয়া গ্রুপের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম প্রতিবাদ সভা সঞ্চালনা করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় জনগণের সামনে সত্য তুলে ধরতে কাজ করেন। কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। তাই সাংবাদিক আসাদুল ইসলামের উপর সন্ত্রাসীদের হামলার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানাই।
সাংবাদিক আসাদুল ইসলামের উপর সন্ত্রাসীর এর হামলার প্রতিবাদ সভায় পুরান ঢাকার রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যগণ, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
প্রতিবাদ সভা শেষে সকল সাংবাদিকগণ একত্রে পুরান ঢাকার সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন। এবং মতবিনিময় শেষে সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সাংবাদিক আসাদুল ইসলামের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনাটির উপর উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ও জোরদার একটি মামলা দায়ের করেন তার থানায়।
অতঃপর,সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, সাংবাদিক আসাদুল ইসলামে উপর হামলাকারি প্রত্যেক সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা হবে বলে তিনি জানান।