ক্রাইম রিপোর্টার জসিম হোসেন মহেশপুর ঝিনাইদহ।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল ৮টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৫৩ এর নিকট শূন্যরেখায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষ থেকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের পক্ষ থেকে ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও তার স্টাফ অফিসারসহ ১০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উভয় বাহিনীর কর্মকর্তারা পারস্পরিক সম্পর্ক জোরদার, সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার বিষয়ে আলোচনা করেন।