নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী মধ্যেপাড়া সিআই খোলার নতুন মসজিদের ৩ নম্বর গলির পাশে বালুর মাঠ এলাকায় কিশোর গ্যাং ও মাদক চক্রের দৌরাত্ম্য— এমন একটি শিরোনামে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেইক পেইজ থেকে একটি বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।
ওই পোস্টে এলাকার সুনামধন্য ব্যক্তি আব্দুল কাদির ও ‘চার্চ’ নাম ব্যবহার করে অন্যায়ভাবে তাঁদের সঙ্গে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা জানান,
এমন মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন পোস্টের মাধ্যমে তাঁদের সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে।
তাঁরা বলেন, প্রকৃত তথ্য যাচাই না করে, কিংবা কোনো সাংবাদিক অনুসন্ধান ছাড়াই এমন ভুয়া প্রচারণা একটি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ছাড়া কিছুই নয়।
তাঁরা ওই ভুয়া ফেসবুক আইডি ও পেইজ প্রশাসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।
ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়েছে,
“আমরা এই বানোয়াট সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সত্যকে বিকৃত করে যে বা যারা এমন অপতৎপরতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।”“সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলতা বজায় রাখা সবারই কর্তব্য। ভুয়া সংবাদ প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছে” আব্দুল কাদির ও ‘চার্চ’