(আবু মুসা)(স্টাফ রিপোর্টার)
প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করেন বিশিষ্ট আইনজীবী (এফ এম এ রাজ্জাক)মোঃ মমিন সানা প্রফেসর জেলা সদস্য,সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন মোড়ল, জিএম নাজির আহমেদ সাবেক বিএনপি ইউনিয়ন সভাপতি,মোঃ ফারুকসানা মোঃ পারভেজ গাজী, মাওলানা আজিজুর রহমান,মোঃ লিয়াকাত মোড়ল,মোঃ আফতাব আলী সরদার,মোঃ ইসলাম সরদার,মোঃকুব্বাত সরদার,মোঃ হায়দার সরদার,মোঃ আমজেদ সরদার,মোঃ মইরুদ্দিন সরদার,মোঃ দানেজ সরদার,মোঃমিন্টু গাজী,মজিদ গাজী,মইজুল সানা,শাহীন সরদার,আসাদুল গাজী,রেজাউল ইসলাম মোঃ একলাছুর রহমান ও আবাসন এলাকার(সভাপতি)
মোঃ রশিদ মোড়ল)জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জামে মসজিদ এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম উন্নয়ন গতিশীল বেগে-আরো উন্নত করবেন এই আসা রেখে- আবাসন এলাকা ও খুলনার পাইকগাছা উপজেলা পক্ষ থেকে শারীরিক সুস্থতা কামনা রেখে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।