মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদ্য কারামুক্ত ও নির্যাতিত নেতৃবৃন্দের সম্মাননা অনুষ্ঠান এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার কামারপুকুর ডিগ্রি কলেজ মাঠে এর আয়োজন করে সৈয়দপুর উপজেলা বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগীয়) আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন, নীলফামারী-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব শওকত চৌধুরী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মকসুদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালিম, জেলা যুবদলের আহবায়ক তারেক আজিজ, যুগ্ম আহ্বায়ক আর এ পাপ্পু।
চেয়ারম্যানঃ মোঃ সাইফুল ইসলাম
কার্যালয়ঃ ১০৭ খান ম্যানশন, নবমতলা, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। ইমেইলঃ channel26ltd@gmail.com মোবাইলঃ 01625555012
Channel 26 LTD.