মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার রামপালে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রচার মিছিল বর্তমান; মসজিদের ইমাম খতিব পরিচালনা দায়িত্ব পালনে উচ্চ মানিও ইসলাম শিক্ষার সু শিক্ষিত হরিঢালী ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান হাফেজ মাওলানা,(জালাল উদ্দিন সাহেব) কালীগঞ্জে এক আওয়ামী প্রভাবশালী নেতার ভাই  জয় বাংলা থেকে দাঁড়িপাল্লা।  র‌্যাবের বেড়াজালে মোঃ বিল্লাল হোসেনসহ ৪ জন আটক মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নিরাপত্তা মহেশপুর সীমান্তে। চিরিরবন্দর থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য সবুজ শ্যামল ছায়ার শান্তির  নীড় মাটির ঘর গেন্ডারিয়া থানা পুলিশের বেড়াজালে আটক মাদক ব্যবসায়ী মোঃ শামিম হোসেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জামে মসজিদ সংলগ্ন একটি এবতেদায়ী মাদ্রাসা উদ্বোধন  ফেইক আইডির ভূয়া সংবাদের প্রতিবাদ
বিজ্ঞপ্তি :

কয়রায় বাগালী ইউনিয়নের বগা গ্রামের নিবাসী মকবুল সরদার জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা হয়রানির শিকার। 

 

স্টাফ রিপোর্টার, এফ.এম মারুফুজ্জামান।

এ ব্যাপারে২৬ নভেম্বরে দুপুর ২:০০ টায় জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের করে।

 

২নং বাগালী ইউনিয়ন পরিষদের ০৯নংওয়ার্ডেরওয়ারেশ কায়েম জালিয়াতি করে ভূমিদস্যুগন ভুয়া ওয়ারেশ কায়েম দিয়ে বিভিন্নভাবে: মো:মকবুল সরদারকে হয়রানী করে আসছে। ভুক্তভোগী মোঃমকবুল সরদার আর বলেন আমাকে, ভুয়া জালিয়াতি বানোয়াট ভিত্তিহীন ওয়ারেশ কায়েম দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিচার শালিস ও একই বিষয়ের উপরে বিভিন্ন দপ্তরে আমাকে নিয়ে তাল ভাবনা করে আসিতেছে দীর্ঘদিন যাবত। ভুয়া বানোয়াট মিথ্যা ওয়ারেশ কায়েম দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানির শিকার করে আসছে ( ১)মোঃ মফিজুল ইসলাম পিং আবুজার সরদার। (২)মোহাম্মদ আব্বাস সদ্দার( ৩)আবুজার সরদার( ৪)লিয়াকাত সরদার, উভয় পিং সুরমান সরদার সর্ব সাং বগা, পো:সরিষামুট,৯নংওয়ার্ড।লিখিত উভয় ব্যক্তি আমাকে বিভিন্নভাবে আমার ক্রয়কৃত জমি নিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আমার ক্রয়কৃত জমি থেকে আমাকে বিতাড়িত করে । পরবর্তীতে বাগালী ইউনিয়ন পরিষদে আব্দুল সরদারের পক্ষে মকবুল সরদার ওয়ারেশ কায়েমের আবেদন করলে২ জন ইউপি সদস্যের তদন্ত সাপেক্ষে সর্বোজমিনে সাক্ষাতে সঠিক ওয়ারেশ হয় ৭ পু্ত্র ১ কন্যা।

মফিজুল পরবর্তীতে আবেদন করে আরো একটি সনদ গ্রহন করে যাহাতে ৭ ৩ কন্যা যাহা ভুয়া বা সঠিক নয়।উল্লেখিত ভুক্তভোগী মকবুল হোসেন বলে আমি উল্লেখিত ভূমিদস্যদের হাত থেকে থেকে পরিত্রান চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ