স্টাফ রিপোর্টার,মোঃ আছাদুল হক, আজ (১৯ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ১১:০০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাকের উদ্যোগ যক্ষ্মা বিষয়ক ওরিয়েন্টেশন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব রুলী বিশ্বাস। এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কয়রা থানার পুলিশের প্রতিনিধি, মোঃআবুল কালাম আজাদ উপজেলা সমাজ সেবা অফিসার,মোঃ আবুল কালাম আজাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা, এবং সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ,সাংবাদিকবৃন্দ,স্থানীয় জনপ্রতিধিনি ও গন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।