ঝিনাইদহ থেকে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মসলা উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে পৌরসভার বৈঠাপাড়া গ্রামে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায়,পবিত্র কুরআন তেলাওয়াত করেন, হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার,শরীফ মোহাম্মদ তিতুমীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ কৃষি বিভাগের উপপরিচালক, ষষ্ঠী চন্দ্র রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপি’র সভাপতি, মোঃ জিন্নাতুল হক খান, বিএনপি নেতা নুরুল হক ,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিকুর রহমান প্রমুখ।
এসময় স্থানীয় শতাধীক কৃষক-কৃষাণী, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।