সাইনবোর্ডের ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) আবু নাঈম সিদ্দিকীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে? জানা গেছে জাতীয় সাংবাদিক ক্লাব নারায়ণগঞ্জ শাখার কোষাধ্যক্ষ ও উত্তর সাইনবোর্ড মসজিদে রাসুলুল্লাহ(সা:) জামে মসজিদের পরিচালকগণসাংবাদিক আঁখীনুর চৌধুরী , টিআই নাঈম এর অপকর্মের প্রতিবাদ করায় গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং রাত আনুমানিক ১টা ১০ মিনিটের সময় মসজিদে রাসুলুল্লাহ(সা:) ইমাম মোয়াজ্জিনের থাকার ঘরে মাটি ভরাটের জন্য ট্রাক মাটি ফেলে যাওয়ার পর পরেই টি আই নাঈম সিভিল পোশাকে ১০-১২ জন পরিবহন চাঁদাবাজ, সন্ত্রাসীও মাদক ব্যবসায়ী নিয়ে মসজিদ ও মোয়াজ্জিন থাকার ঘর ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে এ সময় আখিনুর এর প্রদিবাদ করলে টি আই নাঈম বিভিন্ন প্রকার হুমকি দিয়ে তার সঙ্গীয় ব্যক্তিদের মাধ্যমে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে , এ সময় মসজিদের পরিচালনাকারী জাতীয় সাংবাদিক ক্লাবের নারায়ণগঞ্জের সভাপতি সিনিয়র সাংবাদিক এম আই ফারুক, মসজিদের মুয়াজ্জিন মোঃ হানিফ, সাংবাদিক আনোয়ার হোসেন রুমি, সাংবাদিক আনোয়ার উল্লাহ, সাংবাদিক একে এম কফিল উদ্দিন সহ কয়েকজন পথচারীদের সহযোগিতায় তাদের হাত থেকে প্রানে রক্ষা পায়।, বিগত বেশ কয়েকদিন যাবত উত্তর সাইনবোর্ড এ নির্মানাধীন মসজিদে রাসুলুল্লাহ(সা:) জামে মসজিদের নির্মাণ কাজে বাধা প্রদান করে আসছে, পাশাপাশি মসজিদে রাসুলুল্লাহ(সা:) জামে মসজিদ ভাঙ্গার হুমকি দিয়ে আসছে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর আবু নাঈম শিমরাইল- সাইনবোর্ড হাইওয়ের টিআই হিসেবে যোগদান করার পর থেকে অবৈধভাবে শিমরাইল (চিটাগাং রোড) সাইনবোর্ড হাইওয়ের বিশ্বরোডের উত্তর ও দক্ষিন পাশে ঘর নির্মাণ করে গাড়ীর কাউন্টার সহ বিভিন্ন ধরনের দোকান ভাড়ার নামে মোটা অংকের চাঁদা আদায় করছে। এমন কি শিমরাইল- সাইনবোর্ড এলকার মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করা সহ এ মহাসড়কের চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে জনসাধারণকে অতিষ্ঠ করে তুলেছে । তার ভয়ে ভুক্তভোগী ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট সাধারনজনগণ মুখ খুলতে সাহস পায় না। টি আই নাঈমকে দিনের বেলায় সড়কে দেখা না গেলেও রাতের বেলায় বিভিন্ন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে বিশ্বরোডের সাইনবোর্ড ও চিটাগাং রোড এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় সহ বিশ্বরোডে চলাচলকারী গাড়িগুলোকে আটকিয়ে মামলার ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করছে প্রতিদিন। টি আই নাঈম এর , । এবং যাওয়ার সময় সে আরো হুমকি দিয়ে বলে গেছে আমাকে ও মসজিদের পরিচালক মন্ডলী,সহযোগিতাকারি ব্যক্তিগণকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেবে। টি আই নাঈম ইতিপূর্বে বেশ কয়েকবার সরাসরি ও ফোনে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে । তার দেওয়া হুমকিতে আমি ও আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি । টিআই আবু নাঈম সিদ্দিকী আমাকে ও মসজিদ নির্মাণের সাথে জড়িত পরিচালনাকারী ব্যক্তিগনের মান সম্মান হানি সহ যেকোনো ক্ষয়ক্ষতি করতে চেষ্টা করছে। অন্যদিকে মসজিদ ও মসজিদের ঈমাম মোয়াজ্জিনের থাকার ঘর ভেঙ্গে উক্ত জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে চাঁদা আদায় করার পায়তারা চালাচ্ছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক নিকট অভিযোগ দাখিল করেছেন সাংবাদি আখিনুর চৌধুরী অবস্থায় তার বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
লেখক: মো: সাইফুল ইসলাম
চেয়ারম্যানঃ মোঃ সাইফুল ইসলাম
কার্যালয়ঃ ১০৭ খান ম্যানশন, নবমতলা, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। ইমেইলঃ channel26ltd@gmail.com মোবাইলঃ 01625555012
Channel 26 LTD.