*উপজেলা খুলনার কয়রায় ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার, মোঃ আছাদুল হক:
বুধবার (৫মার্চ) সকাল ১১ টায় কয়রা সিদ্দীকিয়া ফাজিল, মাদ্রাসা হলরুমে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থায়নে ও জাগ্রত যুব সংঘ (জেজেএস)এর বাস্তবায়নে কয়রা সদর, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
যেখানে স্থানীয় কমিউনিটির দূর্যোগ প্রস্তুুতি, প্রশিক্ষন এবং সহায়তার কৌশল নিয়ে, বিস্তারিত আলোচনা করা হয়।
সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুচ্ছায়াদাৎ এর সভাপতিত্বে অনু্ষ্ঠানে, উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী ইউপি সদস্য মূর্শিদা খাতুন, জেজেএস প্রস্তুুতি প্রকল্পের এপিও, এস এম এ মজিদ, ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মোল্যা, মনিরুজ্জামান, মিজানুর রহমান লিটন, সরদার আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম শাহিনুর হাওরলাদার, নাজমা খাতুন, পাপিয়া, শ্রাবনী, বিউটি, প্রমুখ।
জেজেএস প্রস্তুুতি প্রকল্পের এপিও, এস এম এ মজিদ বলেন, আমাদের পরিকল্পনা হল প্রত্যেকটি ওয়ার্ডে দুর্যোগ প্রস্তুতি এবং সুরক্ষার প্রশিক্ষণ কর্মসূচি চালানো, এতে জনগণ প্রতিটি দুর্যোগের আগে তাদের প্রস্তুতি নিতে পারে। একসঙ্গে কাজ করলে আমরা আরও সঠিকভাবে দুর্যোগের মোকাবেলা করতে পারবো।