ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
টেলিভিশন সাংবাদিকদের সংগঠন বিজয়নগর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২ বছর মেয়াদি ২০২৫-২০২৭ সনের কমিটি গঠন করা হয়েছে। ০৫ এপ্রিল (শনিবার) সকালে উপজেলার চান্দুরা ডাকবাংলাতে এক মতবিনিময় সভায় এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
সভায় সর্বসম্মতিক্রমে চ্যালেন এস এর বিজয়নগর প্রতিনিধি হীরা আহমেদ জাকির কে সভাপতি এবং এনটিভি অনলাইনের ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ ও বিজয়নগর প্রতিনিধি শাহনেওয়াজ শাহ্ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক - মিজানুর রহমান (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক-এসএম কিবরিয়া (মুভি বাংলা টিভি), প্রচার সম্পাদক - আলমগীর হোসাইন (চ্যানেল এ ওয়ান) ও কার্যকরী সদস্য- শামসুল ইসলাম লিটন (বাংলা টিভি),সুশান্ত দাস (রাজধানী টিভি)।
বিজয়নগর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সাংবাদিকদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ে কাজ করবে এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াবে।
চেয়ারম্যানঃ মোঃ সাইফুল ইসলাম
কার্যালয়ঃ ১০৭ খান ম্যানশন, নবমতলা, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। ইমেইলঃ channel26ltd@gmail.com মোবাইলঃ 01625555012
Channel 26 LTD.