মহসিন আলম মুহিন
আসে না কেন? মন যে মাতাল-
কেন যে এত ছল করে,
বুকের ভিতর উথাল পাথাল-
সুখ উড়ে যায় মন পোড়ে।।
পাহাড় বেয়ে ঝর্ণা গড়ায়
দূর মোহনায় সাগরের অন্তরে-
কিসের টানে কোন সে নেশায়
গান গেয়ে যায় সূর করে।।
মনের আশা ভাষা হারায়-
সুখের ঘরে ঘুণ ধরে,
স্বপ্ন মাখা চোখ আটকায়
চোরাবালির ফাঁদে পড়ে।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃসিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল-০১৭১৬৯১৩৯৩৯