দেবাশীষ মজুমদার : পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন শ্যামবাজার সিটি করপোরেশন মার্কেটের সভাপতি পদ থেকে নিজ ইচ্ছায় অব্যাহতি নিয়েছেন আব্দুর রহমান ভূঁইয়া। শনিবার (তারিখ) গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো রাজনৈতিক চাপ বা কারও ভয় থেকে নয়, শুধুমাত্র শারীরিক অসুস্থতার জন্যই আমি পদত্যাগ করছি।”
সাংবাদিকরা জানতে চান, সিটি করপোরেশন মার্কেটের সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে হলে কি সিটি করপোরেশনকে অবগত করা হয়েছে কিনা। জবাবে তিনি বলেন, “শ্যামবাজার সিটি করপোরেশন মার্কেট সমিতিতে আগে কখনো নির্বাচন হয়নি। সবসময় দোকানদারদের সম্মতিতেই সভাপতি নির্বাচিত হয়েছি। তাই আলাদা করে সিটি করপোরেশনকে অবগত করার প্রয়োজন মনে করিনি। আমি আপনাদের মাধ্যমেই আমার সিদ্ধান্ত জানাচ্ছি।”