স্টাফ রিপোর্টার-
গণসংহতি আন্দোলন খুলনা জেলার উদ্যোগে জেলা কার্যালয়ে ২৭ সেপ্টেম্বর (শনিবার) কর্মীসভা অনুষ্ঠিত হয়। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার নতুন রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে গণসংহতি আন্দোলন জেলা শাখার কর্মীসভায় জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে জেলা সদস্য আল আমিন শেখ সঞ্চালনা করেন।
বক্তব্য রাখরন, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশীদ নীলু, এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে দেওয়ান আব্দুর রশীদ নীলু বলেন, “মানুষ বুলেটের সামনে দাঁড়িয়ে দেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে মানুষ ঐক্যবদ্ধ আছে। জনগণের এই ঐক্যবদ্ধতাই আগামীর নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার পথ দেখাবে।”
কমিটি গঠনকালে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শেষে সকলের সম্মতিতে ৩ টি পদ ফাঁকা রেখে মুনীর চৌধুরী সোহেলকে আহ্বায়ক, টিপু সুলতানকে যুগ্ম আহ্বায়ক, আসিফ ইকবাল চৌধুরীকে সদস্য সচিব ও আল আমিন রহমান শেখকে যুগ্ম সদস্য সচিব করে কমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জান্নাতুল ফোয়ারা অন্তরা, নাজমুল তারেক তুষার, সামস সারফিন সামন, মোশারেফ হোসেন, নাদিরা খাতুন, আলাউদ্দিন, সাগর চ্যাটার্জী ও শেখ মোঃ মেহেদীসহ প্রমূখ।