স্টাফ রিপোর্টার: রাজধানী শাহজাহানপুর ব্রিজের ঢালে বন্ধ শাহ সেকান্দার লিরিক (২৪) প্রতিদিনের মতো কাজের শেষে বাসায় ফিরছিলেন। গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে ফার্নিচারের দোকানের সমনে এলে তিন ছিন্তাইকারী তার পথ আগলে দাড়ায় , যা আছে বের কর বলেই চাপাতি দিয়ে কোপাতে থাকে । যা বাসা থেকে তিনশ গজের দুরত্ব ।
লিরিক কোপ খেয়ে দৌড়ে একটা রিক্সায় ওঠে রিক্সাচালক তাকে ইসলামী হাসপাতালে নিয়ে যায়, এ সময় রাস্তায় কোন টহল পুলিশের গাড়ী ছিল না ।
হাসপাতাল থেকে লিরিখ তার বাবাকে ফোন দিলে তিনি ইসলামী হাসপাতালে যান ছেলের এই অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।
একই জায়গায় তিনটি কোপের কারনে তিন লেয়ারে ২১ টি সেলাই পড়ে শাহ সেকান্দার লিরিক আমাদের স্টাফ রিপোর্ট মোঃ কামরুল হকের ছেলেকে ঢাকা মেডিকেল কলেজে প্রথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসেন।