অসিত চক্রবর্তী : কেরানীগঞ্জের শুভাড্যা ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজা উদ্যোক্তাদের পাশে দাঁড়ালেন শুভাড্যা মহাশ্মশান কমিটির প্রধান উপদেষ্টা শ্রী বিমল চন্দ্র মণ্ডল। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি এলাকার ২১টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার বিষয়ে আশ্বাস দিয়ে বলেন, “আমরা চাই সকল ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পারুক। পূজা চলাকালীন যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেই বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।”
বিমল চন্দ্র মণ্ডল পূজা উদ্যোক্তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনে যেকোনো সহায়তা প্রদানের অঙ্গীকার করেন। তার এই উদ্যোগ স্থানীয় পূজারী ও সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জননেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন। সেখানে পূজা উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে অংশ নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে এই আন্তরিক সাক্ষাৎ স্থানীয় জনমনে ইতিবাচক বার্তা তৈরি করেছে।
এ সময় বিমল চন্দ্র মণ্ডলের সঙ্গে ছিলেন শুভাড্যা মহাশ্মশান কমিটির সভাপতি সমীর চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাস।
স্থানীয় পূজা উদ্যোক্তারা জানান, বিমল চন্দ্র মণ্ডলের এই উদ্যোগ শুধু অনুদান নয়, বরং তাদের মনোবল বাড়িয়েছে এবং উৎসবকে আরও আনন্দময় করে তুলেছে।