আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জ -আটগ্রাম রোডের লামারগ্রামের গোলক চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপদজনক টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহর তথ্য মতে, ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কা জনক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে আরও জানা যায়, দুর্ঘটনার শিকার বাইক আরোহী বিরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত ইউনুস আলীর ছোট ছেলে হাফিজ অবু হুরায়রা ও তার চাচাতো ভাই শাহাদত হোসেন।
এলাকাবাসীর সুত্রে আরও জানাজায়, লামারগ্রামের গোলক চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপদজনক টার্নিং পয়েন্টে কোন স্পিড বেকার নেই। স্কুলের ছাত্রছাত্রীরা ছুটি হওয়ার পর এভাবেই বিপদজনক টার্নিং পয়েন্ট দিয়ে চলাচল করে। অভিভাবকরা সব সময় আতঙ্কিত থাকেন। কয়েকদিন পর পর এখানে দুর্ঘটনা শিকার হয়,মোটরসাইকেল,
অটোরিকশা ও সিএনজি।
এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব এ বিপদজনক টার্নিং পয়েন্টে স্পিড বেকার বসানোর জন্য।