বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছোট তালতলী গ্রামে মাদকবিরোধী ও ন্যায়বিচার দাবিতে এলাকাবাসী ব্যাপক মানববন্ধন করেছে। অদ্য ০১ অক্টোবর ২০২৫, বুধবার বেলা ১২ টার দিকে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় লোকজন, ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে এলাকাবাসীর কয়েকজনের অভিযোগ অনুযায়ী ওই এলাকার মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী জুলহাস ও তার দলবল—সেন্টু, রিমন, দেলোয়ার, রিপন এবং হাসিনা—গত ২৩ সেপ্টেম্বর শহিদুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে তার বাম পা কেটে দিয়েছে। আহত শহিদুল বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী দ্রুত জুলহাস ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমদাদুল হক মিলন। তিনি বলেন, ‘‘জুলহাস মাদক ব্যবসায় জড়িত। তার স্ত্রী হাসিনা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে জুলহাস বরগুনায় এনে সাপ্লাই করে—এর ফলে আমাদের যুবসমাজ নষ্ট হচ্ছে। ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার সময় জুলহাস ও তার সাঙ্গপাঙ্গরা শহিদুলকে কুপিয়ে পঙ্গু করে দিয়েছে। আমরা দাবি করছি—দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’’
অন্যান্য বক্তারা মানববন্ধনে শহিদুলের ওপর থাকা নৃশংস হামলার তীব্র নিন্দা ও কীভাবে এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে—তার উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণে এবং অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সাজার দাবি জানান।
স্থানীয়রা জানান, এলাকার স্থায়ী শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও যুবসমাজকে মাদকহীন করতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে। মানববন্ধন শেষে উদ্বেগ ও ন্যায়বিচারের দাবিতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার পরিবেশনার নির্দেশ দেন অংশগ্রহণকারীরা।
বরগুনা সদর উপজেলা ও থানা কর্তৃপক্ষ থেকে বিষয়টি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি; ঘটনার তদন্ত এবং আক্রান্তের চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাব দাবি করেছেন এলাকাবাসী।