নিজস্ব প্রতিবেদক:
বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার বাসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খানবিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার বাসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খান
ইশরাক হোসেনকে গ্রেফতারের কারণে সমবেদনা জানাতে সাদেক হোসেন খোকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (৮ এপ্রিল) গুলশানের বাসভবনে গিয়ে তারা খোকার পরিবারের প্রতি সহামর্মিতা জানান। এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ।