বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার  কালাইয়ে পাঁচশিরা বাজারে হিন্দু ধর্মালম্বীদের নবান্ন উপলক্ষে বিশাল মাছের মেলা নিখোঁজের ৭ দিন পর সিলেটের শিশু মুনতাহার মরদেহ উদ্ধার গ্রেফতার দুই।   কয়রায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৌদি আরবে ভিসা দেওয়ার নামে দুই প্রতারক উধাও। শীতের আগমনী বার্তা নিয়ে বাগেরহাটের জনপদে হাজির হল ভোরের কুয়াশা । বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর বেদকাশী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত। কয়রায় ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মীসভা প্রস্তুতি। মহামূল্য হাইকোর্টের নির্দেশ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিজ্ঞপ্তি :

জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য্য পিসি রয়ের ১৬৩ তম জন্মজয়ন্তী পালন। 

 

সোহেল রানা, প্রতিনিধি পাইকগাছা খুলনা।

খুলনা ৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় (পি সি রায়) এর জন্মগৌরবে তার জন্মভুমি দক্ষিণ খুলনার পাইকগাছার রাড়ুলী গ্রামই ধন্য হয়েছে। বিজ্ঞানী ছিলেন একাধারে শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজ সেবক, সমবায় আন্দোলনের পুরোধা এবং রাজনীতিবিদ। পি, সি রায় ১৮৯২ সালে কলকাতার মানিক তলায় মাত্র ৮’শ টাকা পুঁজি নিয়ে বেঙ্গল কেমিক্যাল এ্যান্ড ফার্মাসিউটিক্যাল ঔষধ শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, কাপড়ের মিল ও জন্মভূমি রাড়ুলীতে সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন। জগৎ বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি এসব কথা বলেন। শুক্রবার সকালে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং পাইকগাছা উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বিজ্ঞানের জন্মভিটায় খুলনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপসচিব মো: ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন,উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইখতারুল ইসলাম শামীম, অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আব্দুল ওহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল, ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ