শাহজালাল সুজন
ঢাকা- গাজীপুর।
তারিখ- ১৬/০৫/২০২৪
সোনালী রোদ ডানা মেলে
পাখির মত আসে,
বোরো ধানের মিষ্টি হাওয়া
ঘ্রাণটা নাকে ভাসে।
কৃষক ছুটে কাস্তে হাতে
সদলবলে মাঠে,
সারাটা দিন মেঘলা আকাশ
ধান যে তবু কাটে।
তপ্ত রোদে উদাস দুপুর
রোদ বাতাসে খেলা,
ক্লান্ত শরীর কৃষক মনে
ভাসে গানের ভেলা।
ধানের আঁটি বেঁধে কৃষক
আইলে করে সারি,
বিকেল হলে মাথায় তুলে
ফিরে কৃষক বাড়ি।
রোদ বৃষ্টি ঝড় উপেক্ষাতে
কত কষ্ট করে,
এমন করেই কৃষক সবার
অন্ন জোগায় ঘরে।