স্টাফ রিপোর্টার, কে. এম. মনিরুজ্জামান: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তবর্তী সরকার গত এক মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর ও সংস্থায় যে বিষয়গুলো নিষ্পত্তি করেছে তার উল্লেখযোগ্য অংশ তুলে ধরেছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।
বিগত সরকারের সময়ে দপ্তর/সংস্থায় নিয়োগ করা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করা হয়েছে। বিগত সরকারের সময়ে দপ্তর/সংস্থায় (বিটিভি, বাংলাদেশ বেতার ইত্যাদি) কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাদের অন্যত্র পদায়ন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সমগ্র বাংলাদেশে হতাহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর/সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শহীদ আবু সাঈদসহ সব শহীদ ও শহীদি মার্চ নিয়ে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান প্রচার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চলমান মাইক্রোফোন নামক অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক অনুষ্ঠান বাংলাদেশ বেতারে প্রচার করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে ছাত্র-ছাত্রীদের ট্রাফিক কন্ট্রোল, ময়লা-আবর্জনা পরিষ্কার, দেয়ালে গ্রাফিতি, সংখ্যালঘুদের ধর্মীয় উপসানালয়ে নিরাপত্তা ব্যবস্থায় ছাত্র-ছাত্রীদের অবস্থান, বাজার নিয়ন্ত্রণে ছাত্র-ছাত্রীদের ভূমিকা ইত্যাদি বিষয়ে প্রামাণ্য ও ফিলার প্রচার করা হয়েছে। অন্তবর্তী সরকারের শপথ গ্রহণ, প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের সরকারি অনুষ্ঠানসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহত ছাত্র-ছাত্রীদের পরিবারকে নিয়ে ২০টি ফিচার বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে প্রকাশ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন এবং অন্তবর্তী সরকারের কার্যক্রমভিত্তিক ৪১৯টি তথ্য বিবরণী ও স্কুল প্রচারসহ ১২ হাজার ৪টি গুরুত্বপূর্ণ ছবি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।