রানা খান, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধিঃগাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল করেছে শ্রীপুর উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ।
বৃহস্পতিবার (১৯ই জুন) বিকালে, মাওনা চৌরাস্তায়, আনন্দ মিছিলের পুর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় ,সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর ৩ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব সহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে অঙ্গীকার করেন।#