মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পাইকগাছায় আলমসাধু উল্টে পথচারী আহত সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিকে নামাজ থেকে ধরে নিয়ে হাতে বেঁধে নির্যাতন পঞ্চগড়ে জাল ডলারসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। অনিয়ম-দুর্নীতিতে জর্জড়িত পলাশবাড়ী কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু কাউনিয়া মহিলা কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত জয়পুরহাটে বিএনপির ৩১ দফা রূপরেখা প্রচারে লিফলেট বিতরণ ও গণ মিছিল   পটুয়াখালী জেলায় গলাচিপা বৃষ্টিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে    শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল। গোলাপ কেন কাঁদে বিশ্বনাথে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
বিজ্ঞপ্তি :

কাউনিয়া মহিলা কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

 

মন্জুরুল আহসান শামীম 

স্টাফ রিপোর্টারঃ কাউনিয়া মহিলা কলেজ থেকে চলতি ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার( ১৯ জুন) বেলা ১২টায় কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে অবস্থিত প্রতিষ্ঠান চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ মোঃ আমজাদ হোসেন। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম সরকার সঞ্চালনায় পরীক্ষার্থী মোছাঃ রুবিনা আক্তার কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আক্তারুজ্জামান মন্ডল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য ও শহীদবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের বলেন- আজকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান থেকে তোমাদের আগামী দিনের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে। উচ্চ শিক্ষা অর্জনে বাহিরে চলে গেলে আবারও ফিরে এসে জন্মস্থানকে আলোকিত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কাউনিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য মোঃ হুমায়ূন কবীর খোকন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ রনজিৎ কুমার বর্মন, গভর্ণিং বডির সদস্য মোঃ আমজাদ হোসেন, জাহেদুল ইসলাম, পরীক্ষার্থীদের পক্ষে মোছাঃ কানিজ ফাতিমা প্রমুখ।

পরে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন

 

অত্র প্রতিষ্ঠানের ইসলামের ইতিহাস বিভাগ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুর রহিম,

শেষে পরীক্ষার্থীদের হাতে তাদের রেজিষ্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে।

অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবারে

কাউনিয়া মহিলা কলেজ

থেকে তিনটি বিভাগে মোট ১৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯, মানবিকে ১২৩, জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ০৫ জন পরীক্ষার্থী রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ