কবি:- সন্দীপ ঘোষাল
তারিখ :- ০১/০৪/২৪
সময়:- ৪-৫১ বিকেল ভারত।
——————————
নয়ন তোমার বজ্রগানের কূলে
পাগল হাওয়া নাচে আগুন তালে ।
কথার বেড়া গেঁথে দলে দলে
আমার আমি লুটায় চরণতলে ।
#
অনেক চাওয়া ঝর্ণা কলকলে
দিলেম বীণা সুরের দিশাহারা ।
হৃদয়মাঝে পেয়েছি ডাক গানে
‘ বেলাশেষের ‘ গগন নীলের কারা ।
#
লুকিয়ে বন্ধু আনন্দ ভয় চিরে
দয়া যেন পাই আঁধারে জীবনে মম ।
স্বার্থ আপন সঁপে ভক্তিভরে
ভুবনলোকে একাকী দাড়ায়ে রব ।।
=========================