মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাইকগাছায় আলমসাধু উল্টে পথচারী আহত সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিকে নামাজ থেকে ধরে নিয়ে হাতে বেঁধে নির্যাতন পঞ্চগড়ে জাল ডলারসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। অনিয়ম-দুর্নীতিতে জর্জড়িত পলাশবাড়ী কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু কাউনিয়া মহিলা কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত জয়পুরহাটে বিএনপির ৩১ দফা রূপরেখা প্রচারে লিফলেট বিতরণ ও গণ মিছিল   পটুয়াখালী জেলায় গলাচিপা বৃষ্টিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে    শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল। গোলাপ কেন কাঁদে বিশ্বনাথে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
বিজ্ঞপ্তি :

সিলেটে স্বর্ণের খনি পাওয়া গেছে!

*সিলেট দক্ষিণ সুরমায় নকল স্বর্ণের জমজমাট প্রতারণার স্বর্গরাজ্য

*নিজস্ব প্রতিবেদক* ::সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট।সেই পয়েন্ট দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিআইপি দূরপাল্লার বাসের যাত্রী বা পর্যটকগন সিলেট শহরে প্রবেশ করে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে ২০ জনের একটি প্রতারক চক্র সিন্ডিকেটের মাধ্যমে হুমায়ূন রশীদ চত্ত্বরে গড়ে তুলেছে নকল সোনার জমজমাট প্রতারণা। তাদের প্রতারণার খপ্পরে পরে বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থী ও পর্যটকরা সর্বস্ব হারিয়ে পড়েন বিপাকে। এই প্রতারক চক্রের নেতৃত্ব দিচ্ছে আলমগীর হোসেন ও আনোয়ার গং । সে ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোমিন খোলা নিবাসী *জনাব আশিকুর রহমান আশিক* এর কলোনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে বলে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে। আনোয়ার লাউয়াই দক্ষিণ সুরমা রায়ের গ্রাম

খোঁজ নিয়ে জানা যায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর সংলগ্ন ফুট ওভারব্রিজের আশপাশে তারা ওতপেতে থাকে। তাদের রয়েছে নিজেদের নিয়ন্ত্রিত রিকশা ও সিএনজি। বিশেষ করে গ্রীণলাইন,লন্ডন এক্সপ্রেস ও শ্যমলী পরিবহনের যাত্রীরা তাকে তাদের টার্গেটে। সকাল ০৬.০০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত চলে তাদের নকল সোনার ব্যবসা। এরপর তারা তাদের গন্তব্যে চলে যায়।সরেজমিনে গিয়ে একটানা একমাস সকাল ৯.০০ ঘটিকা বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত একটানা অবস্থান করে গতিবিধি পর্যবেক্ষণ করে এই চক্রকে শনাক্ত করা হয়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী ও পথচারীদের সাথে কথা হলে তারা এই প্রতিবেদককে জানিয়েছেন প্রতারক চক্রটি খুবই শক্তিশালী,তারা স্থানীয় এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ২৫ নং ওয়ার্ডের *সাবেক কাউন্সিলর আশিকুর রহমান আশিক* এর নাম বাঙ্গিয়ে অপরাধ চক্রটি প্রকাশ্যে দিবা লোকে পিতলকে সোনা বলে ব্লাকমেইলের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।তাদের এই অপরাধ নিবিঘ্নে করতে কিছু অপরাধের আশ্রয়দান কারী সাংবাদিক ও পুলিশের গুটিকয়েক অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে চলে তাদের নকল সোনার জমজমাট প্রতারণা। তাই অপরাধ করেও তারা জনসম্মুখে অবাধে চলাফেরা করে।

 

এই নকল সোনার প্রতারণার কৌশল,চক্রটির সদস্যরা রিকশা ও সিএনজি নিয়ে বিলাশবহুল বাসের কাউন্টারের সামনে দাড়িয়ে থাকে।বাস থেকে যাত্রী নামার পর তারা বিভিন্ন পাড়া মহল্লা বন্দর,জিন্দাবাজার, আম্বরখানা,দরগাগেইট, উপশহর ও সোবহানীঘাট নামে ডেকে তাদের গাড়ীতে যাত্রী তুলে।কিছুদূর যাওয়ার পর অপরাধী চক্রের রিকশা চালক বা সিএনজি চালক যাত্রীকে একটি কাগজ দিয়ে বলেন দেখেনতো এখানে কি লিখা আছে,আমি লেখা পড়া জানিনা প্রতারক এ কথা বললে যাত্রী চিঠি পড়ে দেখেন সোনার পরিমাণ ও প্রাপকের ঠিকানা এই কাগজে লিখা,সেখানে সোনা পৌছে দেওয়ার কথা রয়েছে। তখন প্রতারক চালক বলে আমিতো এই সোনা কুড়িয়ে পেয়েছি।দেখেন আপনি কম টাকা দিয়া এই সোনা কিনে নিয়ে যান।তখন যাত্রী লোভে পরে দরদাম সাব্যস্থ করে এই নকল সোনা কিনে নিয়ে যায়।নেওয়ার পর বুঝতে পারে এটা নকল সোনা অর্থাৎ পিতল ওপরে স্বর্ণের প্রলেপ থাকা।

 

এ ব্যাপারে এসএমপির দক্ষিণ সুরমা থানার অফিসার *জনাব ইনচার্জ মিজানুর রহমান* এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করে নকল সোনার প্রতারণা বিষয়ে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন বিষয়টি আমার জানা নেই।তবে আপনার কাছ থেকে শুনলাম আমি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই চক্রকে নিয়ে বিশেষ প্রতিবেদন থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ