স্টাফ রিপোর্টার, এফএম মারুফুজ্জামান।
খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রোপণকৃত ৪০০ গ্রাম গাঁজা গাছ এবং নিজ হাতে তৈরি ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারীকে আটক করেছে।
আটকৃত ব্যক্তি হলেন কয়রা উপজেলা আমাদী(জায়গীর মহল) গ্রামের প্রকাশ কুমার দাস( ৩৫) পিতা মৃত খগেন্দ্র নাথ দাস। ৪০০গ্রাম গাঁজা গাছ ও তৈরিকৃত ৪০০ গাঁজাসহ তার নিজ বাড়ী থেকে আটক করে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হকের নির্দেশে ১৩ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) আনুমানিক দুপুর ১:৩০ মিনিটের দিকে কয়রা থানার এসআই মনিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক বলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।