ইমরান সরকার:– গাইবান্ধার সাঘাটা উপজেলায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন পশ্চিম কামালেরপাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০) ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেলে মিলন মিয়া তাঁর বসতবাড়ির ঘরের টিনের চাল পরিষ্কার করতে ওপরে ওঠেন। ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের সংযোগ লাইনে লিকেজ থাকায় টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এতে মিলন চালের সঙ্গে আটকা পড়েন।
পরে তাঁর চাচা ইয়াকুব আলী তাঁকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। এরপর প্রতিবেশী মোশারফ হোসেন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। মিলনের পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে বিদ্যুতের মূল সুইচ বন্ধ করেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথে তাঁদের মৃত্যু হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোশারফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।